ঢাকা: স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রপথিক, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হিসেবে বন্দী অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের স্বীকার শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৪তম হত্যাদিবসে জাসদ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর নতুন কবরস্থানে শহীদ সার্জেন্ট জহুরুল হকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী ইদ্রিস বেপারী, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাসদ ছাত্রলীগ সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনিসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতারা।
শহীদ সার্জেন্ট জহুরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ ও সহযোগী সংগঠনের একই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আখলাকুর রহমানের সমাধির পাশে কিছুক্ষণ সময় কাটান।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আরকেআর/আরআইএস