ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুল দেওয়া নিয়ে বর্তমান-সাবেক এমপির সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ফুল দেওয়া নিয়ে বর্তমান-সাবেক এমপির সমর্থকদের সংঘর্ষ, আহত ৮ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান সংসদ সদস্যের (এমপি) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন।

 

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় বর্তমান এমপি নূর মোহাম্মদ সমর্থক ও সোহরাব সর্মথকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইটপাটকেলের আঘাতে কমপক্ষে আটজন আহত হন।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন জানান, উপজেলা আওয়ামীলীগের পূর্ব-ঘোষিত কর্মসূচি বানচাল করতেই স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা আমাদের শোকর‌্যালিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।  

বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারী জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ জানান, বিনা উসকানিতে সোহরাব উদ্দিনের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।