ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবো: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবো: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে।

দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ চায় বিকল্প শক্তি। মুক্তির জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে। মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবো।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় অভিভূত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

এর আগে সকাল থেকেই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সমবেত হন। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে কেক, ফুল ও উপহার দেন প্রিয় নেতাকে। উৎসবমুখর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের তৃতীয় তলার হলরুম, দ্বিতীয় তলার কনফারেন্স রুম ও নিচ তলার বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে নেতাকর্মীদের সাথে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যানের শুভ জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মো. শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, একেএম সেলিম ওসমান এমপি, এমরান হোসেন মিয়া, নাসির ইউ আহমেদ, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টামন্ডলীর সদস্য শেরীফা কাদের এমপি, ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, হারুন অর রশীদ, হেনা খান পন্নি, নাজনীন সুলতানা, ইঞ্জি: সিরাজুল হক, মমতাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, মোস্তফা আল মাহমুদ, সুলতান আহমেদ সেলিম, জাহাঙ্গীর আল পাঠান, এইচ এম শাহরিয়ার আসিফ, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, ইকবাল হোসেন তাপস, আমির হোসেন ভূঁইয়া, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সম্পাদকমন্ডলীর সদস্য নাসির উদ্দিন সরকার, হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম, হুমায়ুন খান, কাজী আবুল খায়ের, একেএম আশরাফুজ্জামান খান, জয়নাল আবেদীন, সুমন আশরাফ, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, মাসুদুর রহমান মাসুম, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, আহাদ ইউ চৌধুরী শাহীন, ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, এসএম আল জুবায়ের, যুগ্ম সম্পাদক নুরুল হক নুরু, জাকির হোসেন মৃধা, মাহমুদ আলম, সমরেশন মন্ডল মানিক, শাহজাহান কবির, শহিদুর রহমান সেন্টু, মীর সামছুল আলম লিপটন,

অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কেক কাটে-জাতীয় যুব সংহতি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় সাংস্কৃতিক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি, জাতীয় মটর শ্রমিক পাটি, জাতীয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পরিষদ, জাতীয় পল্লীবন্ধু পরিষদ, জাতীয় পেশাজীবী সমাজ, জাতীয় তরুণ পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় মেডিকেট টেকনোলজিস্ট পরিষদ, জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সকল থানার নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।