ঢাকা: ব্যর্থ সরকার, গদি ছাড়; এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভাটারা ১০০ ফিটের রাস্তায় জনসভার ডাক দিয়েছিল নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার।
বিকেল তিনটার জনসভা উপলক্ষ্যে শুক্রবার সকালে মঞ্চ বানালে সেখানে ভাটারা থানার পুলিশ গিয়ে বাধা দেয় এবং মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের নেতারা।
নাগরিক যুব ঐক্যের সদস্য সালমান ফারসী বাংলানিউজকে বলেন, নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের সমাবেশ পণ্ড করতে পুলিশের স্টেজ ভাঙা, দফায় দফায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের গুন্ডারা নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭টায় নাগরিক ঐক্যর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন মাহমুদুর রহমান মান্না।
নাগকির ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম এ কবীর হাসান জানান, পুলিশের বাধায় সমাবেশ পণ্ড হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মাহমুদুর রহমান মান্নাসহ দলীয় নেতারা।
তিনি অভিযোগ করে বলেন, সকালে ভাটারা থানার ১০০ফিট সড়কে সমাবেশের মঞ্চ ভেঙে দেয় পুলিশ। এ সময় পুলিশ ও ছাত্রলীগের হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে বিকেলে সমাবেশ স্থলে মাহমুদুর রহমান মান্নাসহ নেতারা উপস্থিত হলে আবারও হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ। এসময় নেতারা একটি ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ পাহারায় তারা সমাবেশস্থল ত্যাগ করেন।
এদিকে পুলিশের দাবি ঘটনাস্থলে তারা কোনো মঞ্চ দেখতে পায়নি।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বাংলানিউজকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে কোনো সভা সমাবেশ করার অনুমতি নেই। ভাটারা থানা এলাকার ১০০ ফিটে ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম, তবে সেখানে কোনো মঞ্চ দেখিনি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এমএইচ/জেডএ