ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকারের মন্ত্রীরা জনদুর্ভোগ নিয়ে উপহাস করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
‘সরকারের মন্ত্রীরা জনদুর্ভোগ নিয়ে উপহাস করছে’ সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনসমস্যা নিরসনে সরকার উদাসীন। আবারও তারা ভোটাধিকার হরণের পরিকল্পনা নিয়ে ব্যস্ত।

কিন্তু এ অবস্থা চলতে পারে না।

তিনি বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ না নিয়ে সরকারের মন্ত্রীরা লাগামহীন বক্তব্যে জনগণকে নিয়ে উপহাস করছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ মহানগরীর স্থানীয় বয়ড়া বটতলা বাজারে ২২নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামি ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ মহানগরীর বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।

এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, এড.ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, ফারজানা রহমান হোসনা, এড. আবদুল হান্নান, শামীম আজাদ, লিটন আকন্দ, মাহবুবুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।