ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'সিইসি সরকারের নতুন প্রজেক্ট'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
'সিইসি সরকারের নতুন প্রজেক্ট' বক্তব্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ: নির্বাচন কমিশন (ইসি)  গঠনের নামে সিইসি নিয়োগ সরকারের নতুন প্রজেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন,  সিইসি নিয়োগ সরকারের নতুন প্রজেক্ট, নতুন কৌশল।

আবারও তারা কীভাবে ক্ষমতায় টিকে থাকবে, সে জন‍্য তারা এই প্রজেক্ট হাতে নিয়েছে।

কিছুক্ষণ আগে শুনলাম যাদের দিয়ে ইসি গঠন করা হয়েছে, তারা সবাই দলকানা ব‍্যক্তি। যারা আওয়ামী লীগ করে তাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে কিছু আশা করার নেই।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দাবি নিয়ে আন্দোলন করছে। সিইসি নিয়ে বিএনপির কোনো ভ্রূক্ষেপ নেই।  

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ে পেশাজীবী পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

আগামী ২৮ ফেব্রুয়ারি দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভা করেন তারা।

এতে সভাপতিত্ব করেন জেলা পেশাজীবী পরিষদের সভাপতি ডা. ওয়ালিউল্লাহ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, কেন্দ্রীয় এ‍্যাবের যুগ্ম আহ্বায়ক প্রফেসর গোলাম হাফেজ কেনেডি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. মঞ্জুরুল হক বাচ্চু, জেলা জিয়া পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শেখ ইউসুফ লিটন, ড‍্যাব ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব ডা. সায়েম মনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।