ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার: শ.ম রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার: শ.ম রেজাউল

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব সরকার। তার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা আজ ব্যাপকভাবে উন্নতি হয়েছে।

দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নয়নের দিকে এগিয়ে চলছে। করোনার মধ্যেও দেশের উন্নয়ন থেমে থাকছে না। আর এ উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনয়িনের পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি একথা বলেন।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন এলজিইডি’র জেলা নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, জেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন প্রমুখ।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থাকে তখই দেশের উন্নয়ন হয়। কিন্তু অন্যরা ক্ষমতায় গেলে দেশে লুটপাট হয়। লুটপাটের নেতারা আজ দেশের মানুষের কাছে চিহ্নিত হয়ে গেছে। তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। কোনো আন্দোলনে তারা জনগণের সাড়া পাচ্ছে না।

এ ছাড়া একই দিন মন্ত্রী ওই ইউনিয়নের আধাঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, পূর্ব শিকদার মল্লিকের গনক পাড়া এলাকার ব্রিজ, পাঁচপাড়া বাজারে উন্নয়ন সমাবেশ এবং কদমতলা থেকে পোরগোলা হয়ে শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে মন্ত্রী পোরগোলা বোর্ড স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।