ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ছাত্রলীগ নেতাসহ ৪ মাদকবিক্রেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ছাত্রলীগ নেতাসহ ৪ মাদকবিক্রেতা কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ ৪ মাদকবিক্রেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

অপর মাদকবিক্রেতারা হলেন- মো. কবির কবীর, মো. মোস্তাফিজর রহমান রাজন ও মো. মাহবুব হোসেন।

 

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ‍্যায় গ্রেফতারদের মাদক মামলায় আদালতে সোপর্দ করে ত্রিশাল থানা পুলিশ। এ সময় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে উপজেলা নওধার এলাকার রাসেলের টং দোকানের পেছন থেকে হেরোইন বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।  

এ সময় তাদের কাছে ১৮ পুরিয়া হেরোইন পাওয়া যায়। পরে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।