ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

রাজনীতি

‘পণ্যের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করেছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
‘পণ্যের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করেছে সরকার’

খাগড়াছড়ি: দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছেন জেলা ছাত্রদল।

রোববার (৬ মার্চ) জেলা বিএনপি কার্যালয় সম্মুখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।



জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানাসহ জেলা, উপজেলা/পৌর ছাত্রদলের নেতারা।

বক্তারা বলেন, ‘রাষ্ট্র এখন একনায়তন্ত্রে চলছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অবৈধ এই সরকার পুরোপুরি ব্যর্থ। তাঁরা এখন জনগণের অর্থ লুটেপুটে খেয়ে তেল, গ্যাস, পানি বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে জিম্মি করেছে সরকার। ’ 

সরকার পালানোর পথ খুঁজে পাবে না জানিয়ে বক্তারা অবিলম্বে সাধারণ মানুষের সব ধরনের প্রত্যাশপূরণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।