ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারী দিবসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
নারী দিবসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও একজন বয়স্ক নারী হিসেবে তার সুচিকিৎসার দাবি করেছে জেলা ও মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে এ সমাবেশ করেন তারা।

নারী দিবসের এ সমাবেশের মূল দাবি ছিল, বাংলাদেশের একজন সাবেক সফল নারী প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা প্রদান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। তিনি তার বক্তব্যে বলেন, একজন সাবেক সফল প্রধানমন্ত্রীকে তার প্রাপ্য চিকিৎসার অধিকার থেকে যিনি বঞ্চিত করে রেখেছেন তিনি আরেকজন নারী। আমরা আজকের এই দিনে এই নারী সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের একজন সাবেক সফল নারী প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।