ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত জনগণের আস্থা হারিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
বিএনপি-জামায়াত জনগণের আস্থা হারিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে

পঞ্চগড়: ‘বিএনপি-জামায়াত জনগণের প্রতি আস্থা হারিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে’ বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ২০০১ সালে ক্ষমতায় এসে গোটা বাংলাদেশে সন্ত্রাসের একটি দলমত তৈরি করেছে।

বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, গোটা বাংলাদেশে স্লোগান দিয়েছে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান! এই স্লোগান দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে কর্মকাণ্ড তৈরি করে।  

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আবার এই দলকে সংগঠিত করে। জনগণকে সংগঠিত করে ২০০৮ সালে আমরা নির্বাচনের মাধ্যমে আবার দলকে ক্ষমতায় নিয়ে এসেছি।

এ সময় আটোয়ারী উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগের সদস্য অ্যাডেভোকেট সুফরা বেগম রুমি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে পাইলট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম ধাপের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।