পঞ্চগড়: ‘বিএনপি-জামায়াত জনগণের প্রতি আস্থা হারিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে’ বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ২০০১ সালে ক্ষমতায় এসে গোটা বাংলাদেশে সন্ত্রাসের একটি দলমত তৈরি করেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আবার এই দলকে সংগঠিত করে। জনগণকে সংগঠিত করে ২০০৮ সালে আমরা নির্বাচনের মাধ্যমে আবার দলকে ক্ষমতায় নিয়ে এসেছি।
এ সময় আটোয়ারী উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগের সদস্য অ্যাডেভোকেট সুফরা বেগম রুমি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুরে পাইলট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম ধাপের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনটি