ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধি সরকারের সব অর্জন খেয়ে ফেলবে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
দ্রব্যমূল্য বৃদ্ধি সরকারের সব অর্জন খেয়ে ফেলবে: মেনন

ঢাকা: ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচনকালীন সরকার নয়, নির্বাচনে যাতে মানুষ কোন প্রভাব ও হস্তক্ষেপ ছাড়া ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এখন ক্ষুদ্র অতি ধনী ও সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন হয়ে পরেছে। তারা ইচ্ছামত কখনও এদল, কখনও ওদলকে ক্ষমতায় আসতে নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করে চলেছে। দেশের মানুষের ভোট প্রদান এখন তাদের হাতে বন্দী।

তিনি আরও বলেন, নির্বাচনই শেষ কথা নয়, বরং মানুষের ভাতের অধিকার নিশ্চিত করাও কর্তব্য। বর্তমান লুটেরা ব্যবস্থাকে টিকিয়ে রেখে সেটা সম্ভব নয়। যুদ্ধের জন্য জিনিষের মূল্যবৃদ্ধি ঘটেছে এটা ঠিক নয়। খুবই পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়ানো হয়েছে। সরকার যদি এর নিয়ন্ত্রণ না করেন তখন এই মূল্যবৃদ্ধির ভাগই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে। জনগণের দাবিকে উপহাস করা, তাকে দমানোর চেষ্টা ব্যুমেরাং হয়ে দেখা দেবে।

সভায় আরও বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
আরকেআর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।