ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণমাধ্যমকর্মী আইন: সংবাদপত্রকে ‘হাতকড়া’ পরানোর পাঁয়তারা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
‘গণমাধ্যমকর্মী আইন: সংবাদপত্রকে ‘হাতকড়া’ পরানোর পাঁয়তারা’

ঢাকা: প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন-২০২২, দেশের সংবাদপত্রকে 'হাতকড়া' পরানোর পাঁয়তারা উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতি তিনি বলেন, সমাজে সংবাদপত্রের অসীম প্রভাব অর্থাৎ জনমতকে সরকার তার নিজের পক্ষে রাখবার অস্ত্র হিসেবে ব্যবহারের প্রচেষ্টায় গণমাধ্যমকর্মী আইন প্রণয়ন করতে চাচ্ছে।

গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষার নামে সরকার তাদেরকে এক ভয়ংকর বিপদে জড়িত করেছে, যা জনগণের অধিকার রক্ষার সংবাদ পরিবেশন থেকে সংবাদপত্রকে বিরত থাকতে বাধ্য করবে।

আ স ম রব বলেন, প্রস্তাবিত আইনে ৫৪টি ধারার মধ্যে ৩৭টি ধারাই সাংবাদিকবান্ধব নয়, বরং আদালতের নামে আইনি জটিলতায় সরকার স্বীয় স্বার্থের উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করবে এবং তাতে অপরিহার্যভাবেই সংবাদপত্র নিয়ন্ত্রণ ক্ষমতা ও পরিধি আরও বাড়বে।

এ আইনে সংবাদপত্র বন্ধ ও অযাচিত হস্তক্ষেপ করার জন্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। যা, অতীতের নিবর্তনমূলক ‘বিশেষ ক্ষমতা আইন (SPA)’ এর নবতর সংস্করণ। এর মাধ্যমে সংবাদপত্রের ওপর সরকারি ক্ষমতার অবৈধ অনুশীলনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

এ আইন পাস হলে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ আইন গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বার্থের পরিপন্থী। তাই প্রস্তাবিত ‘গণমাধ্যমকর্মী আইন, ২০২২’ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।