ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ৭, ২০২২
নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দলকে সুসংগঠিত করতে অতীতের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। সামনের নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

জনগণকে জানান দিতে হবে নৌকা মানেই উন্নয়নের প্রতীক। নৌকা মানেই কাদামাটির রাস্তায় পিচঢালা রাস্তা নির্মাণ। নৌকা মানেই খেটে খাওয়া দিনমজুরের ভাগ্য উন্নয়নের প্রতীক। প্রতিটি বাড়ি, প্রতিটি পাড়া-মহল্লায় সরকারের উন্নয়নের কথা জানাতে হবে।

শনিবার (৭ মে) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগে সম্মেলনে কেবল দলের নেতৃত্বে নাম লেখালেই চলবে না। দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করলে দল তার দায় নেবে না। তাই সততার সঙ্গে দল তথা দেশের জন্য নিবেদিত হয়ে কাজের বিকল্প নেই।  

এ সময় তার নিজ সংসদীয় এলাকা রাজশাহীর চারঘাট-বাঘার কথা স্মরণ করিয়ে দিয়ে শাহরিয়ার আলম বলেন, আজ চারঘাট-বাঘায় কাঁচা রাস্তা খুঁজে পাওয়াই দুষ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। এ ইউনিয়নে আগে যে রাস্তা দিয়ে গরুর গাড়ি চালিয়ে চলাচল করতে হতো। আজ সেই রাস্তা পিচঢালা রাস্তা হয়েছে। নামিদামি যানবাহন চলছে গ্রামের সেই মেঠো পথ বেয়ে।

রাজশাহীর চারঘাটে ভায়ালক্ষ্মীপুর কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামাণিকের সভাপতিত্বে ত্রিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে আরও বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র একরামুল হক, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক।

সবশেষে দ্বিতীয় অধিবেশনে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু তালেব মোল্লার নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ০৭, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।