ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মদের বিধিমালা বাতিলসহ ১৪ দাবি  ইসলামী আন্দোলনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ১৮, ২০২২
মদের বিধিমালা বাতিলসহ ১৪ দাবি  ইসলামী আন্দোলনের

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নিত্য প্রযোজনীয় দ্রব্য, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, মানবতারিরোধী মদের বিধিমালা বাতিল, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাতা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২০ মে বাদ জুমা  বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ মে) বেলা ১২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তাদের সভাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শায়খে চরমোনাই আরও বলেন, বরিশালে হলুদ অটো চলাচলের লাইসেন্স দেওয়ার ক্ষমতা আছে বিআরটিএ-এর। সিটি করপোরেশনের এ বিষয়ে কোনো অধিকার নেই। তারপরও মেয়র কী করে লাইসেন্স দেবেন তা আমার জানা নেই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাওলানা নাসির আহমেদ কাওছার,যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. ইদ্রিস আলী, সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচীব মাওলানা মো. খলিলুর রহমান ও প্রচার সেলের আহ্বায়ক মাওলানা আব্দুল খায়েরসহ দলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।