ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাজীগেঞ্জ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
হাজীগেঞ্জ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ২২

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার করা হয়েছে ২২ নেতাকর্মীকে।

 

মামলায় ১৮৬ জন এজাহার নামীয় ও বিএনপি ও সহযোগী সংগঠনের আড়াইশ থেকে সাড়ে ৩ শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ বাদী হয়ে মামলটি করেন।  

সন্ধ্যায় পুলিশ গ্রেফতারদের চাঁদপুর আদালতে পাঠায়।  

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। ওই র‌্যালিটি টোরাগড় থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারে এলে পূর্ব বাজারে ব্রিজের ওপর পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও ফাঁকা গুলি করে।

মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এর রহিম পাটওয়ারীসহ ১৮৬ জনকে এজাহার নামীয় ও ২৫০ থেকে সাড়ে ৩শ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলানিউজকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।