ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোটের আগের দিন সিলেটে চার বিএনপি নেতা বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
ভোটের আগের দিন সিলেটে চার বিএনপি নেতা বহিষ্কার

সিলেট: দলীয় নির্দেশ অমান্য করে পৌরসভা ও উপজেলায় প্রার্থী হওয়ায় সিলেটে চার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী এবং বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী বিএনপির সদস্য মুমিন খান মুন্নাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) সিলেটের বিশ্বনাথ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচনে এবং ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।