ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মোকতাদির-আল মামুনের হাতেই রইলো ব্রাহ্মণবাড়িয়া আ.লীগের নেতৃত্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
মোকতাদির-আল মামুনের হাতেই রইলো ব্রাহ্মণবাড়িয়া আ.লীগের নেতৃত্ব র আ  ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আল- মামুন সরকারকে

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ আট বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

 

সম্মেলন শেষে পুনরায় র আ  ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি ও আল- মামুন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়। তবে নতুন কমিটিতে পদ পাওয়া সবাই আগের কমিটিতে একই পদে ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বক্তব্যের শেষদিকে জেলার নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন তিনি।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সম্মেলনটিতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।