কক্সবাজার: জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় দল। তাই নেতৃত্বের প্রতিযোগিতায় ভুলত্রুটি থাকা স্বাভাবিক।
শনিবার (১৯ নভেম্ববর) দুপুরে কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন বলেন, কিছু কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পছন্দ করেন না। মূলত এসব মানুষ বাংলাদেশকে পছন্দ করেন
না, একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জনকে পছন্দ করেন না। এরা রাজাকার-আল বদর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহামুদুল করিম মাদুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিলুন ইসলাম, জেলার সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।
পরে বিনা কাউন্সিলে মাহামুদুল করিম মাদুকে সভাপতি ও অ্যাডভোকেট রেজাউর রহমান রেজাকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এ ঘোষণা দেন।
একইসঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী জসীম উদ্দিনকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসবি/আরবি