বান্দরবান: বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ফাইতং প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।
সভায় ফাইতং ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি থোয়াইং সানু মারমার সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াই চিং মারমা, ফাইতং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, লামা উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ উদ্দিন, লামা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ফাইতং ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় থোয়াইং সানু মারমাকে সভাপতি এবং মো. ইয়াছিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসআরএস