ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মির্জাপুরে বিএনপি ও যুবদলের ৬ নেতা রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
মির্জাপুরে বিএনপি ও যুবদলের ৬ নেতা রিমান্ডে

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপি ও যুবদলের ছয় নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।

রিমান্ড শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘গ’ অঞ্চলের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এর মধ্যে উপজেলার মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, গোড়াই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলমাছ হোসেন ও যুবদল নেতা হাফিজুর রহমান স্বপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া উপজেলা বিএনপির সদস্য ইমারত হোসেন ও জামুর্কী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাপসকে একদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রামকৃষ্ণ বুধবার রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠান।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রামকৃষ্ণ এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।