ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লুকিয়ে রাজনীতি করার দিন শেষ: আমির খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
লুকিয়ে রাজনীতি করার দিন শেষ: আমির খসরু

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুকিয়ে লুকিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। ত্রিশ বছরের নিচে যাদের বয়স তারাই আগামীতে দেশ পরিচালনা করবেন।

 

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথ বলেন তিনি।  

প্রধান অতিথি’র বক্তব্যে আমির খসরু বলেন, দেশে তরুণদের সংখ্যা ৬৫ শতাংশ। আর এই ৬৫ শতাংশই রাজনীতিতে স্বচ্ছতা চায়। রাজনীতিবিদরা কথা বলেন একটা আর করেন অন্যটা। এগুলো জাতীয় সরকারে হবে না।  

বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ স্বচ্ছতা রাখবেন বলে দাবি করেন আমির খসরু।  

তিনি বলেন, তারেক রহমান তার জাতীয় সরকারের প্রতিটা বিষয়েই স্বচ্ছতা রাখবেন৷ কারণ তরুণ প্রজন্মরা স্বচ্ছতাই বিশ্বাস করে।  

আগামী ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নিয়েও বক্তব্য দেন আমির খসরু।

আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আমাদের অধিকারকে সংরক্ষণ এবং সুরক্ষা করা। ১০ তারিখ ঢাকা শহরে সমাবেশ হবে। আপনাদের দায়িত্ব হবে বিএনপি এবং জনগণের সাংবিধানিক সুরক্ষা করা। আইন-শৃঙ্খলার প্রতি এই প্রত্যাশাই করব।  

জিয়া পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০২২
ইএসএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।