ঢাকা: আগামী শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটি মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন। এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত দুই বছর চলতে থাকা কোভিড পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। আগামী ২৪ জানুযারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আগে কমিটির মেয়াদ পার হয়ে যাওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম কয়েকটি সংগঠনের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মহিলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে সম্মেলনের সব প্রস্তুতি শেষে এখন আলোচনা চলছে আগামী নেতৃত্ব নিয়ে। নতুন কমিটিতে কারা থাকছেন বিশেষ করে সংগঠনের গুরুত্বপুর্ণ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব কে পাচ্ছেন এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ শনিবারই ঘোষণা আসতে পারে এ দুই পদে দায়িত্বপ্রাপ্তদের নাম। সাধারণত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দলের সহযোগী সংগঠনগুলোর এ গুরুত্বপূর্ণ দুই পদে নেতৃত্ব নির্বাচন করা হয়।
মহিলা আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বর্তমান সভাপতি সাফিয়া খাতুন আগামী কমিটিতেও এ পদে থাকতে চান। আবার বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদা বেগমও নতুন কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী। এছাড়া বর্তমান কমিটির সহ-সভাপতি শিরিন নাঈম পুনম, আসমা জেরিন ঝুমু, বনশ্রী বিশ্বাস, স্মৃতি কনার নামও সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
সাধারণ সম্পাদক হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে। এদের মধ্যে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, ঝর্ণা বাড়ৈর নাম উল্লেখযোগ। সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এদের নাম উঠে আসছে। যাদের মধ্য থেকে আগামী তিন বছরের জন্য শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের এ গুরুত্বপূর্ণ দুই পদের দায়িত্ব দিতে পারেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসকে/আরবি