ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোট চোররা ভোট চুরি করতেই জানে: শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ভোট চোররা ভোট চুরি করতেই জানে: শেখ হাসিনা

ঢাকা: ভোট চুরি করায় দেশের মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

তিনি বলেন, ‘খালেদা জিয়া ভোট চুরি করেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি।

বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল। ওই ১৫ ফেব্রুয়ারি ইলেকশন করেছে, বলেছিল তিন তিন বার ক্ষমতায় আসছে। কিন্তু দেড় মাস থাকতে পারেন নাই। ৩০ মার্চ জনগণের আন্দোলনে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিলেন ভোট চুরির অপরাধে। ভোট চোররা ভোট চুরি করতেই জানে। ’

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের অধিকার সকলের। যেকোন নির্বাচনে আমাদের মহিলারা শান্তিপূর্ণভাবে ভোট দেবে। তারা গণতান্ত্রিক অধিকার,সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। আমাদের মা বোনদেরও দায়িত্ব আছে। আপনারাও রাজনৈতিকভাবে,সামাজিকভাবে,সাংস্কৃতিকভাবে আপনাদের অধিকার নিয়ে কাজ করবেন। দেশের উন্নয়নে অবদান রাখবেন। ’

দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘নারী পুরুষ সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত,সমৃদ্ধ বাংলাদেশ। ’

তিনি বলেন, ‘২১০০ সালের ডেল্টা প্ল্যান করে দিয়ে গেলাম। যেন এই বাংলাদেশ, এই ব-দ্বীপ নিয়ে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে না পারে। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ’

মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে ও গাজীপুরের সংসদ সদস্য (এমপি) সিমিন হোসেন রিমি এবং মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি ও নতুন সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন।

এর আগে সম্মেলনে সভাপতিত্ব করেন এতদিন দায়িত্বপালন করে আসা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমইউএম/এসকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।