ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্মিংহামে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ১২

মনোয়ার জাহান চৌধুরী, অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বার্মিংহামে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ১২

যুক্তরাজ্য: অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের অংশ হিসেবে বার্মিংহামে অভিযান চালানো হয়েছে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তরা শুক্রবার (১৬ জুন) এ অভিযান চালান।

 

পরিদর্শকরা বলেছেন, তাদের কাছে তথ্য ছিল, বিদেশি নাগরিকরা কোর্সে অংশ না নিয়ে স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘন করছেন।

হোম অফিস জানায়, গত এক বছরে ওয়েস্ট মিডল্যান্ডসে ৭০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  

হোম অফিস ইমিগ্রেশন এনফোর্সমেন্টের এইচএম ইন্সপেক্টর ম্যাট ফস্টার বলেছেন, আমরা দেখছি যে সম্ভাব্য এই ব্যক্তিরা যুক্তরাজ্যে থাকার শর্ত মেনে চলছেন না, অর্থাৎ তারা পড়াশোনা করছে না, অথবা তারা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করছেন, যা ভিসা অনুযায়ী নিষিদ্ধ।

ম্যাট ফস্টার আরও বলেন, অবৈধ কাজে জড়িত প্রবাসীরা যুক্তরাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে।  

তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ যে আমরা আবাসিক কর্মীদের সুরক্ষা দেই এবং নিশ্চিত করি যে তারা বৈধভাবে কাজ করছে এবং সেই অনুযায়ী কর প্রদান করছে।

অবৈধভাবে যুক্তরাজ্যে আসা মানুষের স্রোত ঠেকাতে অভিবাসন বিল পার্লামেন্টে যাওয়ার সময়ই এই অভিযান চালানো হলো।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।