ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

শাহ মোহাম্মদ তানভীর পর্তুগাল থেকে: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

পর্তুগাল থেকে: পর্তুগালের সান্তারাই জেলার ইনট্রোকামেন্টো শহরে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পর্তুগীজ নাগরিক।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহীম আখন্দ (৪১)। শাহিনুরের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের দক্ষিণ বালুখণ্ডে ও ইব্রাহীমের বাড়ি মাদারীপুরের রাজৈর থানায়।

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ ও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া এক পর্তুগীজ নাগরিককে মুর্মূষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লিসবনের পাঠানো হয়েছে এবং বাকি দুজন পর্তুগীজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর নিহত দুই প্রবাসীর মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও লিসবনের কমিউনিটির নেতারা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।