ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালের নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ

শাহ মোহাম্মদ তানভীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
পর্তুগালের নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তা। ছবি: সংগৃহীত

পর্তুগাল থেকে: পর্তুগালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি (পিএস)। ২৩০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তার দল পেয়েছে ১১৭টি।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)।

এদিকে নির্বাচনে হেরেও পিএসডির প্রেসিডেন্ট রুই রিও সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তোনি কস্তাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, ২০১৫ এবং ২০১৯ সালে দুই মেয়াদে নির্বাচনে তাদের শরিক দল নিয়ে সরকার গঠন করতে হয়েছিল। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে যাচ্ছে। যদিও ২০০৫ সালের পর বিগত চারটি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি।

এদিকে এবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে কট্টরপন্থী শেগা, দলটির প্রাপ্ত ভোট শতকরা ৭ দশমিক ২ শতাংশ। চতুর্থ অবস্থানে আইএল। পঞ্চমে সিডিও, দলটি ৫টি সংসদীয় আসন পেয়েছে। ১৫তম জাতীয় নির্বাচনে সংসদীয় আসন সংখ্যা ছিল সর্বমোট ২৩০টি। প্রতিবারের মতো এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলসহ সর্বমোট ২৩টি দল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।