ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত

মো. সুমন  মিয়া, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে একটি স্কুলের বাইরে বন্দুকধারীদের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ মার্চ) এ ঘটনা ঘটে।

মার্কিন পুলিশ জানিয়েছে, ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ কর্মকর্তারা ঘটনার পর দুপুরে ওই স্কুলের সামনে পৌঁছায়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আহত দুই শিক্ষার্থীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার সার্জেন্ট পল পারিজেক বলেন, শিক্ষার্থীরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি গাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে সন্দেহভাজন অভিযুক্তদের আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।