বইমেলা প্রাঙ্গণ থেকে: রোববার বইমেলার নির্ধারিত সময়ের শুরু থেকেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। দুপুর ৩টা থেকেই মেলায় দর্শনার্থীদের আগমন শুরু হয় এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে পাঠক-ক্রেতার ভিড়।
২৩তম দিনে মেলার উল্লেখযোগ্য দিক হচ্ছে, সমাগত দর্শনার্থীদের অধিকাংশই পাঠক-ক্রেতা। আগের দিনগুলো যে বইগুলো পছন্দ করে গিয়েছেন স্টলে গিয়ে সেগুলো সরাসরি ক্রয় করছেন আজ।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রায় সবগুলো প্রকাশনীতেই ক্রেতাদের ভিড়। মেলার শেষ দিকে এসে পাঠকরা ঘুরে দেখার চেয়ে বই কেনাতেই বেশি মনোযোগী।
সাহিত্য প্রকাশের বিক্রয় প্রতিনিধি কামাল উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘আজ মেলায় যারাই আসছেন তারাই বই ক্রয় করছেন। এতদিন ঘুরে ঘুরে তারা যে বই পছন্দ করেছেন আজ সরাসরি তা ক্রয় করছেন। ’
ইত্যাদি প্রকাশনীর প্রকাশক জহিরুল আবেদিন বলেন, ‘শুরুর দিকের চেয়ে আজ আমাদের বিক্রি অনেক ভালো। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪