ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

ভাওয়ালের মেজকুমার ও সন্ন্যাসী রাজা গ্রন্থের মোড়ক উন্মোচন

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ভাওয়ালের মেজকুমার ও সন্ন্যাসী রাজা গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা: বইমেলায় ভাওয়ালের মেজকুমার ও সন্ন্যাসী রাজা গ্রন্থের মোড়ক উমন্মাচন করেছেন শাহ আলমগীর। বইটি একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত।



মৃত্যুর ১২ বছর পর প্রাসাদ ষড়যন্ত্রের অসহায় শিকার হয়ে শেষ পর্যন্ত কিংবদন্তির নায়ক হলেন ভাওয়াল রাজবংশের মেজকুমার রাজা রমেন্দ্রনারায়ণ। ‘ভাওয়াল সন্ন্যাসী’ নামে তিরিশ ও চল্লিশের দশকে শুধু নয়, ব্রিটিশ আদালত, সংবাদপত্র জগতে যিনি ঝড় তুলেছিলেন তিনি মেজকুমার রাজা রমেন্দ্রনারায়ণ।

এ সত্যি ঘটনা নিয়ে সাংবাদিক আতাউর রহমানের গ্রন্থ ‘ভাওয়ালের মেজকুমার ও সন্ন্যাসী রাজা।

একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে ৭৩ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। দাম মাত্র ১শ টাক‍া।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।