ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় আনোয়ার হোসেইন মঞ্জুর অনুবাদ ‘কায়রো ট্রিলজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
মেলায় আনোয়ার হোসেইন মঞ্জুর অনুবাদ ‘কায়রো ট্রিলজি’

ঢাকা: কায়রোর একটি পিতৃতান্ত্রিক পরিবারের তিন প্রজন্ম নিয়ে আরবি সাহিত্যের কালজয়ী কথাশিল্পী নাগিব মাহফুজের সেরা উপন্যাস ‘কায়রো ট্রিলজি’।

ঔপন্যাসিককে বিশ্বখ্যাতি এনে দেওয়া বাস্তবভিত্তিক এ উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন খ্যাতিমান অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জু।



এবারের একুশে বইমেলায় এসেছে ‘কায়রো ট্রিলজি’র বাংলা অনুবাদ। নাগিব মাহফুজের প্রধান ও গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত ‘কায়রো ট্রিলজি’ তিন খণ্ডের বিশাল উপন্যাস। তিনটি রাস্তার নামে এটি মূলত তিন খণ্ডে বিভক্ত। এর মধ্যে রয়েছে ‘প্যালেস ওয়াক’ ‘প্যালেস অব ডিজায়ার’ ও ‘সুগার স্ট্রিট’।

বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৩৭ ও ৪৪০ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।