বইমেলা থেকে: বইমেলার শেষ শিশুপ্রহরটি একটু আলাদাই ছিল। ঘোরাফেরা-আবদার আর বায়নার সঙ্গে কেনাকাটাও ছিল জমজমাট।
স্টলে স্টলে খুঁজে খুঁজে বই দেখা, পছন্দ করা, যেন ইচ্ছে স্বাধীন শিশুরা!
কারো কারো আবার বই দেখেই পড়তে দাঁড়িয়ে যাওয়া। যেন এক নিঃশ্বাসেই শেষ করবে বইয়ের সব পাঠ্য।
বাবা-মার হাত ধরে ঘুরে বেড়ানো, আবার ফাঁক পেলে যে ভো-দৌড় শিশুরা দেয়নি তা কিন্তু নয়। মেলার বড় পরিসর বলে কথা, তা কাজে লাগিয়ে দৌড়ানোর মজা তো নিতেই হবে সোনামনিদের।
বই কিনে ঘরে ফেরা শিশুদের। এবার পড়ার পালা, যে পাঠ্যাভাস গড়ে তুলবে তাদের ভবিষ্যৎ।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আইএ/টিআই