জলনর্তকীর ছায়া নিয়ে লেখকের ভাষ্য, মানুষের ভেতরে বাস করা মানুষেরা প্রতিদিন নিজের সঙ্গে নিজের ভাবনাগুলোর আদান-প্রদান চালু রেখে প্রত্যাশা করে আপন আকাঙ্ক্ষার বাস্তবায়ন।
তাদের এসব ভাবনার খেলাতেই হয়তো হোঁচট খায় কখনও, তখন আবারও কর্কশ অভিজ্ঞতাগুলোকে নতুন করে রঙ মাখিয়ে প্রত্যাশার বিনুনিতে আপন জীবনের প্রাপ্তির ছায়া নির্মাণ করে।
এই যে এমন করে মানুষের সঙ্গে নিজের গহীনে বাস করা মানুষের খেলা, এই যে মানুষের ভাবনার সঙ্গে রাষ্ট্রের অনুরক্ত ভঙ্গির সঙ্ঘাত, সেগুলোই আমার গল্পের উপজীব্য।
ধ্রুব এষের প্রচ্ছদে জলনর্তকীর ছায়া পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ৪৩০, ৪৩১, ৪৩২ নম্বর স্টলে (ঐতিহ্য)। মূল্য ২১০ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসএনএস