৬১ বছরের ডাক্তারি জীবন, রাজনৈতিক ও সামাজিক জীবনে চিকিৎসাসেবার পাশাপাশি অসাম্প্রদায়িকতা, বিজ্ঞান মনস্কতা, মানবিকতা ও পরবর্তীতে ধর্ম চর্চায় তিনি বহু কীর্তি, ইতিহাস, ঐতিহ্য রেখে গেছেন, যা জাতীয় চেতনাকে সমুন্নত করেছে। সেই মানুষটির জীবন ও কর্ম নিয়েই ‘আলো হাতে আঁধারের যাত্রী’ গ্রন্থের ডালপালা প্রসারিত হয়েছে।
এ গ্রন্থের প্রতিটি শব্দে, আখ্যানে রয়েছে মাটির গন্ধ, মানুষের ভালোবাসার অনুরণন, ইতিহাসের অনুচ্চারিত ঘটনা ও মুক্তিযুদ্ধের যন্ত্রণাময় সময়। এক অনাবিল সত্য ও সুন্দরের বর্ণময় ব্যঞ্জনা সবাইকে বিশেষত, নতুন প্রজন্মকে স্বদেশ অন্বেষায় উজ্জীবিত করবে ‘আলো হাতে আঁধারের যাত্রী’।
কবি, লেখক ও খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ফারুকের সমৃদ্ধ এ গ্রন্থটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স (স্টল: সোহরাওয়ার্দী উদ্যান অংশ)। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এএ