ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

হুমায়ূনে চাহিদা বেশি, পাঠক নেই কবিতার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
হুমায়ূনে চাহিদা বেশি, পাঠক নেই কবিতার মেলায় বই দেখছেন বইপ্রেমীরা- ছবি-শাকিল

অমর একুশে গ্রন্থমেলা থেকে: প্রাণের বইমেলার তৃতীয় দিন শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বইয়ের বেচাকেনা হয়নি খুব বেশি। তবে যেটুকু হয়েছে তার মধ্যে হুমায়ূন আহমেদের বইয়ের চাহিদাই সবচেয়ে বেশি বলে জানালেন প্রকাশকরা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অধিকাংশ ক্রেতাই হুমায়ূন আহমেদের বইয়ের দিকে ঝুঁকেছেন। তারা জনপ্রিয় এ কথা সাহিত্যিকের বিভিন্ন উপন্যাস, গল্পগ্রন্থ ও আত্মজীবনী রেখেছেন পছন্দের শীর্ষে।

হুমায়ূন আহমেদের পর পাঠকদের পছন্দের তালিকায় অন্যান্য লেখকদের উপন্যাস ও ইতিহাস বিষয়ক বই রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনীর প্রকাশক।

অপরদিকে পাঠক হারিয়েছে কবিতা। বইমেলার তৃতীয় দিন দুপুর পর্যন্ত কবিতার পাঠক খুব কম বা নেই বললেই চলে বলে জানিয়েছেন বিভিন্ন স্টলের বিক্রেতারা।

এ ব্যাপারে সময় প্রকাশনীর বিক্রেতা তমাল আহমেদ জানান, হূমায়ুন আহমেদের বইয়ের পর চলছে মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন  ‘ত্রাতিনা’। তবে কবিতার বই বিক্রি হচ্ছে খুবই কম। অন্য বই যদি ১০০টি বিক্রি হয়, তবে কবিতার বই বিক্রি হচ্ছে ১টি।

একই কথা বললেন, অন্য প্রকাশনীর কর্মকর্তা আলাউদ্দিন টিপু। তিনি বাংলানিউজকে জানান, হুমায়ূন আহমেদের পর পাঠকদের পছন্দে আছে অন্যান্য লেখকদের উপন্যাস ও মুক্তিযুদ্ধভিত্তিক বই। তবে কবিতার পাঠক খুবই কম।

কাবিতার পাঠক কম হলেও বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মেলায় কবিতার বই প্রকাশ পেয়েছে সবচেয়ে বেশি। তবে কবিতার পাঠক এমন কম হওয়ায় উদ্বেগে রয়েছেন বিভিন্ন প্রকাশকরা।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।