প্রকাশনা বিজ্ঞানী ও সম্পাদনা বিশেষজ্ঞ: ড. মনজুরুল ইসলাম’র জীবনকথা নামে এই বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। সোহরাওয়ার্দী উদ্যানের ৩৩১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
পুস্তক প্রকাশনা ও সম্পাদনা সেক্টরে বাংলাদেশে বহুল প্রাসঙ্গিক একটি নাম ড. মনজুরুল ইসলাম। প্রকাশনা বিজ্ঞানী ছাড়াও তিনি একাধারে একজন একাডেমিশিয়ান, গবেষক, সম্পাদনা বিশেষজ্ঞ, উন্মুক্ত ও দূর শিক্ষণ বিশেষজ্ঞ এবং লেখক।
পঞ্চাশ বছরের বেশি সময় প্রকাশনা ও লেখালেখির পাশাপাশি তিনি গবেষণা, শিক্ষাদান ও উন্মুক্ত শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন। বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসসহ দু’টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ছিলেন এক যুগ। বাংলাদেশের প্রকাশনা খাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। প্রকাশক হিসেবে প্রকাশ করেছেন দেড় শতাধিক গ্রন্থ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ইএস/এএটি