ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বিদেশি সংস্থায় চাকরি, বেতন ৯৪ হাজারের বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
বিদেশি সংস্থায় চাকরি, বেতন ৯৪ হাজারের বেশি

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস ফাউন্ডেশন বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
•    পদের নাম: সিনিয়র ফান্ডরাইজিং অ্যান্ড রিপোর্টিং অফিসার

পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস, কমিউনিটি ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ফান্ডরাইজিংয়ে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দাতা সংস্থাগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড প্রটেকশন, ম্যাটারনাল/চাইল্ড হেলথ, নিউট্রিশন ও ওয়াশ সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৮৯,৬৭৬ থেকে ৯৪,৭৫২ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, গোষ্ঠী ও স্বাস্থ্যবিমা এবং চাকরি শেষে আর্থিক সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেরে ডেস হোমস ফাউন্ডেশনের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet