ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকের শরী’আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
ইসলামী ব্যাংকের শরী’আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ছয়টি করপোরেট শাখার গ্রাহকদের নিয়ে ব্যাংকিং কার্যক্রমে শরী’আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ওবায়দুল্লাহ হামযাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখাপ্রধান মো. মাহবুব-এ আলম। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ধন্যবাদ জ্ঞাপন করেন লোকাল অফিস করপোরেট শাখাপ্রধান মো. জাকির হোসেন।

সভায় ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ছয়টি করপোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও বিশিষ্ট গ্রাহকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।