ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস ১৪ জানুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা নিশ্চিত করবে।
এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের উপাচার্য অধ্যাপক টিএস ড. জালিমান সৌলি।
অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক ড. মো. মারুফ হাসান।
এ কৌশলগত অংশীদারিত্বে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সেন্টার অব অ্যাক্সিলেন্স ফর অ্যাডভান্স কম্পিউটিং ও ফ্যাকাল্টি অব ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সুবিধাগুলোকে সাউথইস্ট ইউনিভার্সিটির ফ্যাসিলিটিজের সঙ্গে একীভূত করবে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার মধ্যে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে। এ অংশীদারিত্ব নতুন উদ্ভাবন, একাডেমিক ও গবেষণার সুযোগ তৈরি এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরবি