ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

ঢাকা: দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৪ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

রাজধানীর উত্তরায় সবুজে ঘেরা ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক অনন্য উদাহরণ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জুবের আলিম ও উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বেসরকারি উচ্চশিক্ষার পথিকৃৎ এ বিশ্ববিদ্যালয়টি দেশে প্রথমবারের মতো বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে অ্যাগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে দেশ ও দেশের বাইরের হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন।

আইইউবিএটির স্নাতকরা গত তিন দশক ধরে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দক্ষতা এবং সফলতার সঙ্গে কাজ করে দেশের সুনাম বাড়িয়েছে।

গবেষণা ও র‍্যাংকিংয়ে আইইউবিএটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় চতুর্থ অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠান। কিউএস ও টাইমস হায়ার অ্যাডুকেশনের মতো বিশ্বখ্যাত র‍্যাংকিং তালিকাতেও আইইউবিএটি অগ্রণী অবস্থানে রয়েছে।

আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিতদের জন্য আইইউবিএটি বিশেষ ব্যবস্থা রেখেছে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি দেওয়া হয়। নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ ১২০টিরও বেশি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়। এছাড়া মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অর্থায়নের সুযোগ রয়েছে।

আইইউবিএটি দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।