ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

কমার্সিন্ট বিল্ডিং সলিউশনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
কমার্সিন্ট বিল্ডিং সলিউশনের যাত্রা শুরু

নির্মাণ সামগ্রী বা বিল্ডিং মেটেরিয়ালস কেনাকাটার ঝক্কি দূর করতে দেশের যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স সাইট কমার্সিন্ট বিল্ডিং সলিউশন। বসুন্ধরা আবাসিক এলাকার দেশী বাইটস নামক এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল প্ল্যাটফর্মটির গ্রান্ড লাউন্সিং।

  লাউন্সিং প্রোগ্রামটি সঞ্চালনা করেন কোম্পানির সিইও মো. মাসুদ রানা মজুমদার। প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেল হেড মাহবুব আলম ফারুক খান। এছাড়াও বিভিন্ন ব্যাংকের নেতৃবৃন্দ, বিভিন্ন সিমেন্ট রড কোম্পানির নেতৃবৃন্দ এবং তরুণ উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।        

নতুন ই-কমার্স সাইটের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানান, এই ই-কমার্স সাইটের মাধ্যমে আপনি আপনার বাড়ি করার স্বপ্ন খুব সহজে পূরণ করতে পারবেন। কারণ আপনি আপনার বাড়ি তৈরি করতে রড, সিমেন্ট, ইট, বালু, পাথর ইত্যাদি এক ছাদের নিচ থেকে কিনতে পারবেন। হাতের নাগালে পাবেন সবকিছুই।  অনলাইনে অর্ডার করলেই  আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার বাড়ি তৈরির সকল সামগ্রী।

 

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।