ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

ঢাকা: রাজশাহী অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক, নির্বাহী, উপশাখা ইনচার্জ ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এক্সিম ব্যাংক।  

শনিবার (১৪ অক্টোবর) বগুড়ার হোটেল মম ইনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা এবং ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বর্তমানে স্মার্ট বাংলাদেশে আমাদের ব্যাংকিংও হতে হবে স্মার্ট। একইসঙ্গে তিনি সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে বার্ষিক লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।