ঢাকা: সম্প্রতি উত্তরা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার আলী সামনুন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
খন্দকার আলী সামনুন ১৯৯৫ সালে সিনিয়র অফিসার গ্রেড-২ হিসেবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেন। পেশাগত উৎকর্ষতা বাড়ানোর জন্য তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।
খন্দকার আলী সামনুন রাষ্ট্রবিজ্ঞানে এম এস এস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরবি