ঢাকা: দেশের আরও ছয়টি শীর্ষস্থানীয় মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সাত লাখেরও বেশি সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশ-এ।
প্রতিষ্ঠানগুলোর সদস্যরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে এ কিস্তি জমা দিতে পারবেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে আলাদা আলাদা চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর পরিচালক-ইইএস মো. মশিহুর রহমান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস এর নির্বাহী পরিচালক সামছুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, নবলোক পরিষদ এর উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মো. আলতাফ হোসেন, মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মো. মাছউদ আহমেদ রোকনী, ডাটাসফট এর প্রেসিডেন্ট এম. মনজুর মাহ্মুদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে বিকাশ। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হয়েছে।
প্রসঙ্গত, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও কুটির শিল্প, পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, জীবনমান উন্নয়নসহ নানা খাতে ক্ষুদ্রঋণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
আরআইএস