ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয়-বিপণন সম্মেলন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয়-বিপণন সম্মেলন অনুষ্ঠিত 

অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবছরের এর বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন। ২৪ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান  স্যামুয়েল এস চৌধুরী , ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী ও অন্যান্য পরিচালক গন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।  

২০২৫ সাল স্কয়ারের চেয়ারম্যান স্যামসন এস চৌধুরী এর জন্ম শতবার্ষিকী। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্বপ্ন ও দর্শনকে সামনে রেখে স্কয়ারের এই পথচলা। সম্মেলনে চেয়ারম্যানের জন্মশতবার্ষিকী উদযাপন স্কয়ার পরিবারের সকল সদস্যের মধ্যে নতুন অনুপ্রেরণার সূচনা করবে বলে আশা প্রকাশ করা হয়।

দেশের সর্ব বৃহত্তম ওষুধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশে ও বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে ওষুধ সরবরাহ করে আসছে, যার পেছনে রয়েছে কর্মীদের নিরলস প্রচেষ্টা আর মানসম্মত ওষুধের নিশ্চয়তা।

উল্লেখ্য, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৫৮ সালে যাত্রা শুরু করে ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় এবং টানা ৪০ বছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে।

বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের গন্ডি পেরিয়ে বহুজাতিক কোম্পানি হিসেবে বিশ্বের ৪০ টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।
ভবিষ্যতে স্কয়ার পরিবার দেশের জন্য সুনাম ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আরও ভূমিকা রাখবে সম্মেলনে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।