ঢাকা: গত বুধবার (২২ জানুয়ারি) থেকে শনিবার (২৫ জানুয়ারি) পর্যন্ত আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী ‘এপেক্স গলফ টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এপেক্স ফুটওয়্যার লিমিটেড আয়োজিত এ টুর্নামেন্টে দেশবরেণ্য গলফাররা অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয় যা অতিথিদের মনোরঞ্জন করে রাখে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানটি আরও গৌরবমন্ডিত করতে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ এবং হেড অব মার্কেটিং রায়হান কবির-সহ অন্যান্য কর্মকর্তারা।
এ টুর্নামেন্টটি আর্মি গলফ ক্লাবের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, যেখানে ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেছেন—এটি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। এ অভূতপূর্ব অংশগ্রহণ টুর্নামেন্টটির জনপ্রিয়তা এবং সফল ব্যবস্থাপনার উজ্জ্বল প্রতিচ্ছবি।
এপেক্স ফুটওয়্যার লিমিটেড এ টুর্নামেন্ট আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এপেক্স বিশ্বাস করে, এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার প্রসারেই নয়, বরং বন্ধুত্ব, সম্প্রীতি এবং সমাজের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
আরআইএস