ঢাকা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মনোরম সামারা ভিলেজে এ ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়।
আনন্দঘন এ আয়োজনে রূপসী প্ল্যান্ট, আধুরিয়া ডিপো এবং ঢাকা অফিসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে দিনটি উপভোগ করেন।
উৎসবটি কর্মস্থলের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি সবার মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করার একটি দারুণ সুযোগ তৈরি করে। প্রাকৃতিক পরিবেশে ঘেরা সামারা ভিলেজের পরিবেশ এ অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। কর্মকর্তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে দিনটিকে করে তোলেন আরও প্রাণবন্ত।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরবি