ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইইউবির উদ্যোগে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আইইউবির উদ্যোগে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডোসা) গত ৭-৮ জানুয়ারি দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করেছে।  

এ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার মোট ১ হাজার ৫০০ পরিবারকে কম্বল, শাল, কানটুপি, সোয়েটার ও পেট্রোলিয়াম জেলি দেওয়া হয়।

 

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করতে সহায়তা করে দ্য ডিউক অব এডিনবরাস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাট আইইউবির সদস্যরা।  

অনুষ্ঠানের প্রথম দিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল-মুঈদ।  

ঢাকা ব্যাংক লিমিটেড, এমটিবি ফাউন্ডেশন (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একটি মানবতাবাদী প্রতিষ্ঠান) এবং আইইইবি বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ার এ মতিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে সহায়তা করে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টার।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।