ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য সিটি ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য সিটি ব্যাংক

ঢাকা: সিটি ব্যাংক সম্প্রতি নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ)-এ যোগদান করেছে। একটি সবুজ বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘের অধিভুক্ত সারাবিশ্বের নেতৃস্থানীয় ব্যাংকগুলো নিয়ে এ নেট-জিরো ব্যাংকিং জোট গঠিত।

প্যারিস চুক্তির বৈশ্বিক তাপমাত্রা লক্ষ্যসমূহ পূরণের স্বার্থে ২০৫০ সালের মধ্যে শূন্যমাত্রার কার্বন নির্গমন নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের ঋণদান ও বিনিয়োগ কর্মসূচি পালনে সিটি ব্যাংক এখন প্রতিশ্রুতিবদ্ধ।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ (ইউএনইপিএফআই)-এর উদ্যোগে নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) গঠিত হয়েছে এবং এটি গ্লাসগো ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর নেট-জিরো (জিএফএএনজেড)-এর ব্যাংকিং অংশ। জলবায়ু ও অর্থ সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত এ জোটের সভাপতিত্ব করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আর্থিক খাতের দায়িত্বকে বেঁধে দেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই এ জোট যারা বিশ্বব্যাপী ব্যাংকিং সম্পদের প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। এ জোটে  ৪০টি দেশের ১০০টিরও বেশি সদস্য ব্যাংক রয়েছে। নেট-জিরো ব্যাংকিং একটি স্বল্প-কার্বনভিত্তিক, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নির্মাণে ব্যাংকগুলোর ভূমিকাকে নিরূপন ও সমর্থন করে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম সিটি ব্যাংক তার ঋণ, বিনিয়োগ ও উপদেষ্টা সেবার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জীবনমানের সঙ্গে আপস না করে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। টেকসই অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং ২০২০ অনুসারে সিটি ব্যাংক বাংলাদেশের শীর্ষ-১০ টেকসই ব্যাংকের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতিও পেয়েছে গত বছর।

প্যারিস চুক্তি ও জাতিসংঘের বৃহত্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর জন্য সিটি ব্যাংক তার ঋণ দেওয়ার বেলায় দায়িত্বশীল অর্থায়নকে মেনে চলে এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের টেকসই আর্থিক নীতির আলোকে জনগণের উন্নতির জন্য গ্রাহকদের জন্য পরিবেশগত, সামাজিক ও গভর্নেন্স (ইএসজি) বিনিয়োগ নীতি অনুসরণ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ