ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। এখান থেকে তাদের ঘুরে দাঁড়ানোর ইতিহাস অহরহ।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে আজ তাদের প্রতিপক্ষ খাদের কিনারায় থাকা সেই পাকিস্তান।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একাদশে এসেছে দুটি পরিবর্তন। উসামা মীরের পরিবর্তে মোহাম্মদ নাওয়াজ ও অসুস্থ হাসান আলীর জায়গায় এসেছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

বদল এসেছে দক্ষিণ আফ্রিকা একাদশেও। অসুস্থততা কাটিয়ে একাদশে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া বাদ দেওয়া হয়েছে কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামসকে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।  

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোজি, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিদি।


বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।